
ক্রাইম রিপোর্টার: মোঃ রাজীব খাঁন
নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন তিনটি ভারতীয় মহিষ ও একটি স্টিয়ারিং গাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধীনস্থ নিতপুর বিওপি টহল দল এসআইপি, আরআইবি ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ২২৯ থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, মনোহরপুর পাকা রাস্তার ওপর থেকে মালিকবিহীন তিনটি মহিষসহ একটি স্টিয়ারিং গাড়ি আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার হাবিলদার আব্দুল রসুল। তিনি জানান, আটককৃত মহিষগুলির মধ্যে দুটি মাঝারি ও একটি ছোট আকারের। স্টিয়ারিং গাড়িসহ এসবের আনুমানিক সিজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিতপুর বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান বলেন, “আটককৃত তিনটি ভারতীয় মহিষ ও স্টিয়ারিং গাড়িটি প্রাথমিক তদন্ত শেষে কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
|
ReplyReply allForward
|