প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৫, ৩:২২ অপরাহ্ণ
নওগাঁ পোরশা সীমান্তে মালিকবিহীন তিনটি ভারতীয় মহিষ ও গাড়ি আটক
ক্রাইম রিপোর্টার: মোঃ রাজীব খাঁন
নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন তিনটি ভারতীয় মহিষ ও একটি স্টিয়ারিং গাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধীনস্থ নিতপুর বিওপি টহল দল এসআইপি, আরআইবি ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ২২৯ থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, মনোহরপুর পাকা রাস্তার ওপর থেকে মালিকবিহীন তিনটি মহিষসহ একটি স্টিয়ারিং গাড়ি আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার হাবিলদার আব্দুল রসুল। তিনি জানান, আটককৃত মহিষগুলির মধ্যে দুটি মাঝারি ও একটি ছোট আকারের। স্টিয়ারিং গাড়িসহ এসবের আনুমানিক সিজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিতপুর বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান বলেন, “আটককৃত তিনটি ভারতীয় মহিষ ও স্টিয়ারিং গাড়িটি প্রাথমিক তদন্ত শেষে কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত