হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত। News News Admin প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫ সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি; ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৫ ইং সেপ্টেম্বর সোমবার সরকারি মোসলেম উদ্দিন কলেজ, হরিপুর-এ ২০২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হলো নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস। উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ এবং সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজন শুরু হয়। এরপর কলেজের অধ্যক্ষ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কলেজের নিয়ম-কানুন, শিক্ষা পরিবেশ, নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষক-শিক্ষিকাগণ তাদের বক্তব্যে কলেজ জীবনের গুরুত্ব এবং উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে। নবীন শিক্ষার্থীরা প্রথমদিনেই এমন প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশ পেয়ে আনন্দিত প্রতিক্রিয়া জানায়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে। SHARES সারাদেশ বিষয়: