সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি;
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৫ ইং সেপ্টেম্বর সোমবার
সরকারি মোসলেম উদ্দিন কলেজ, হরিপুর-এ ২০২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হলো নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস।
উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ এবং সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজন শুরু হয়। এরপর কলেজের অধ্যক্ষ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কলেজের নিয়ম-কানুন, শিক্ষা পরিবেশ, নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
শিক্ষক-শিক্ষিকাগণ তাদের বক্তব্যে কলেজ জীবনের গুরুত্ব এবং উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে।
নবীন শিক্ষার্থীরা প্রথমদিনেই এমন প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশ পেয়ে আনন্দিত প্রতিক্রিয়া জানায়।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত