কালাইয়ে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

News News

Admin

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

সুমন মন্ডল

জয়পুরহাটের কালাইয়ে আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদ হোসেন এর সভাপতিত্বে থানার সভাকক্ষে এ সভা হয়।

সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অশোক দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার মহন্ত (বিটল)।

এ সময় বক্তারা বলেন, দুর্গাপূজা শারদীয় উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সর্বজনীন উৎসব। তাই আইন-শৃঙ্খলা বজায় রেখে সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে হবে। ওসি মো: জাহিদ হোসেন পূজা চলাকালে সর্বাত্মক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।