সুমন মন্ডল
জয়পুরহাটের কালাইয়ে আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা–২০২৫ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদ হোসেন এর সভাপতিত্বে থানার সভাকক্ষে এ সভা হয়।
সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অশোক দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার মহন্ত (বিটল)।
এ সময় বক্তারা বলেন, দুর্গাপূজা শারদীয় উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সর্বজনীন উৎসব। তাই আইন-শৃঙ্খলা বজায় রেখে সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে হবে। ওসি মো: জাহিদ হোসেন পূজা চলাকালে সর্বাত্মক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত