জয়পুরহাটে শিক্ষক দম্পতির বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

জয়পুরহাট, ১০ আগস্ট : জয়পুরহাটের কালাই পৌরসভার তালুকদার পাড়ায় শিক্ষক দম্পতির বাড়িতে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে তিনটার দিকে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাফসি তালুকদার ও ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাজমিনা তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে হাত, পা ও মুখ বেঁধে জিম্মি করে প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট চালায়।

শিক্ষিকা তাজমিনা তালুকদার জানান, ডাকাতরা ঘরের প্রতিটি জায়গায় তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। শিক্ষক নাফসি তালুকদার বলেন, তারা নগদ দেড় লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে।

খবর পেয়ে এএসপি সার্কেল ও কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।