জয়পুরহাট, ১০ আগস্ট : জয়পুরহাটের কালাই পৌরসভার তালুকদার পাড়ায় শিক্ষক দম্পতির বাড়িতে অস্ত্রের মুখে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাত সাড়ে তিনটার দিকে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাফসি তালুকদার ও ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাজমিনা তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮ জনের একটি অস্ত্রধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে হাত, পা ও মুখ বেঁধে জিম্মি করে প্রায় এক ঘণ্টা ধরে লুটপাট চালায়।
শিক্ষিকা তাজমিনা তালুকদার জানান, ডাকাতরা ঘরের প্রতিটি জায়গায় তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। শিক্ষক নাফসি তালুকদার বলেন, তারা নগদ দেড় লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে।
খবর পেয়ে এএসপি সার্কেল ও কালাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত