মধুখালি থানায় খেলাফত যুব মজলিসের সদস্য তা’লীমী মজলিস অনুষ্ঠিত দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫ ফরিদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মধুখালি থানা উপশাখার অগ্রসর সদস্যদের নিয়ে দিনব্যাপী “সদস্য তা’লীমী মজলিস” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) এই তা’লীমি কর্মসূচি উৎসাহব্যঞ্জক পরিবেশে সম্পন্ন হয়। দিনব্যাপী এ মজলিসে ছিল দারসুল কোরআন, বিষয়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, লিখিত পরীক্ষা, উত্তীর্ণদের সদস্য থেকে কর্মীতে উন্নীতকরণ, এহতেসাব, হেদায়েতি বক্তব্য এবং দোয়া। সভাপতিত্ব করেন, থানা সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমাদ ও পরিচালনায় ছিলেন, জেলা প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা খবির উদ্দিন দারসুল কোরআন পেশ করেন,জেলা সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফরহাদ মিয়া। বিশেষ বক্তারা ছিলেন, কেন্দ্রীয় মজলিসে খাস সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সহ-সংগঠন সম্পাদক হাফেজ নাজমুল হাসান, প্রকাশনা সম্পাদক হাফেজ রবিউল ইসলাম, সাবেক ছাত্র মজলিস সভাপতি ও জেলা আমেলা সদস্য মাওলানা সাইফুল্লাহ, থানা সংগঠন সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে হেদায়েতি বক্তব্য ও বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও দ্বীনের খেদমতের জন্য দোয়া করা হয়। আয়োজকরা বলেন, “আল্লাহ যেন আমাদের সকল প্রচেষ্টা তাঁর দ্বীনের খেদমতে কবুল করেন এবং তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করেন।” SHARES সারা বাংলা বিষয়: #মধুখালি #খেলাফত_যুব_মজলিস #তালিমি_মজলিস #ফরিদপুর #ইসলামী_শিক্ষা #সংগঠন_সংবাদ #মাওলানা_মাহবুবুর_রহমান #বাংলাদেশ_খেলাফত #ইসলামী_তরুণ