ফরিদপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে মধুখালি থানা উপশাখার অগ্রসর সদস্যদের নিয়ে দিনব্যাপী "সদস্য তা'লীমী মজলিস" অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) এই তা'লীমি কর্মসূচি উৎসাহব্যঞ্জক পরিবেশে সম্পন্ন হয়।
দিনব্যাপী এ মজলিসে ছিল দারসুল কোরআন, বিষয়ভিত্তিক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, লিখিত পরীক্ষা, উত্তীর্ণদের সদস্য থেকে কর্মীতে উন্নীতকরণ, এহতেসাব, হেদায়েতি বক্তব্য এবং দোয়া।
সভাপতিত্ব করেন, থানা সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমাদ ও পরিচালনায় ছিলেন, জেলা প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা খবির উদ্দিন
দারসুল কোরআন পেশ করেন,জেলা সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফরহাদ মিয়া।
বিশেষ বক্তারা ছিলেন, কেন্দ্রীয় মজলিসে খাস সদস্য ও ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, সহ-সংগঠন সম্পাদক হাফেজ নাজমুল হাসান, প্রকাশনা সম্পাদক হাফেজ রবিউল ইসলাম, সাবেক ছাত্র মজলিস সভাপতি ও জেলা আমেলা সদস্য মাওলানা সাইফুল্লাহ, থানা সংগঠন সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে হেদায়েতি বক্তব্য ও বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও দ্বীনের খেদমতের জন্য দোয়া করা হয়। আয়োজকরা বলেন, “আল্লাহ যেন আমাদের সকল প্রচেষ্টা তাঁর দ্বীনের খেদমতে কবুল করেন এবং তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করেন।”
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত