মাদারগঞ্জ থানার নতুন ওসিকে জেডসিএফ-এর ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫ জামালপুর প্রতিনিধিঃ মাদারগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর পক্ষ থেকে মাদারগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ-কে ফুলেল শুভেচ্ছা জানানো ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে থানায় গিয়ে জেডসিএফ নেতৃবৃন্দ নতুন ওসিকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা জেডসিএফ-এর সভাপতি মোঃ মিস্টার রাজা ও সাধারণ সম্পাদক সানি মন্ডল। তাঁদের সঙ্গে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সাইবার অপরাধ ও সামাজিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য। জেডসিএফ নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসিকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। SHARES সারাদেশ বিষয়: