জামালপুর প্রতিনিধিঃ
মাদারগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর পক্ষ থেকে মাদারগঞ্জ থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ-কে ফুলেল শুভেচ্ছা জানানো ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে থানায় গিয়ে জেডসিএফ নেতৃবৃন্দ নতুন ওসিকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা জেডসিএফ-এর সভাপতি মোঃ মিস্টার রাজা ও সাধারণ সম্পাদক সানি মন্ডল। তাঁদের সঙ্গে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, সাইবার অপরাধ ও সামাজিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ জিয়া সাইবার ফোর্সের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অপরিহার্য।
জেডসিএফ নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসিকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত