ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের মধ্যে বিপিএল ফাইনাল: তামিম ইকবালের নেতৃত্বে বড় লক্ষ্য তাড়াতে লড়ছে বরিশাল

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

অনলাইন ডেক্স :

ঢাকা: ৭ ফেব্রুয়ারি, শুক্রবার – বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর একাদশ আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস মুখোমুখি হয়েছে। মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে চিটাগাং কিংসকে আগে ব্যাট করতে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

 

চিটাগাং কিংস তাদের ইনিংসে শক্তিশালী সূচনা করে, ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে। ওপেনার পারভেজ ইমন এবং খাজা নাফে ফিফটি হাঁকান। নাফে ৪৪ বলে ৬৬ রান করে আউট হন, তবে ইমন অপরাজিত থাকেন ৪৯ বলে ৭৮ রান নিয়ে।

 

উত্তরদায়ী ইনিংসে, ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবং তাওহীদ হৃদয় উদ্বোধনী জুটিতে দুর্দান্ত লড়াই করছেন। পাওয়ার প্লেতেই তারা বিনা উইকেটে ৫৭ রান তুলে ফেলেছে। যদিও ম্যাচে অনেক পথ বাকি, তবে শিরোপা জয় সম্ভব মনে হচ্ছে। তামিম ২১ বলে ৩৯ রান এবং হৃদয় ১৫ বলে ১৪ রান নিয়ে ক্রিজে আছেন।

 

এখন পর্যন্ত খেলা চলে আসছে এক উত্তেজনাপূর্ণ পথে, যেখানে দুই দলেরই শিরোপা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।