অনলাইন ডেক্স :
ঢাকা: ৭ ফেব্রুয়ারি, শুক্রবার - বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর একাদশ আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস মুখোমুখি হয়েছে। মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে চিটাগাং কিংসকে আগে ব্যাট করতে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
চিটাগাং কিংস তাদের ইনিংসে শক্তিশালী সূচনা করে, ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে। ওপেনার পারভেজ ইমন এবং খাজা নাফে ফিফটি হাঁকান। নাফে ৪৪ বলে ৬৬ রান করে আউট হন, তবে ইমন অপরাজিত থাকেন ৪৯ বলে ৭৮ রান নিয়ে।
উত্তরদায়ী ইনিংসে, ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবং তাওহীদ হৃদয় উদ্বোধনী জুটিতে দুর্দান্ত লড়াই করছেন। পাওয়ার প্লেতেই তারা বিনা উইকেটে ৫৭ রান তুলে ফেলেছে। যদিও ম্যাচে অনেক পথ বাকি, তবে শিরোপা জয় সম্ভব মনে হচ্ছে। তামিম ২১ বলে ৩৯ রান এবং হৃদয় ১৫ বলে ১৪ রান নিয়ে ক্রিজে আছেন।
এখন পর্যন্ত খেলা চলে আসছে এক উত্তেজনাপূর্ণ পথে, যেখানে দুই দলেরই শিরোপা জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত