টিলা কর্তনকারীকে ২ লাখ টাকা জরিমানা দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫ তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে টিলার মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর মৌজার বাসিন্দা ইসলাম উদ্দিন। অভিযানের বিবরণ ৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে টিলা কর্তনের ঘটনা অনুসন্ধান করেন পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম। পরে মোবাইল কোর্ট পরিচালনা করেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ সদস্যরা। জরিমানা ও প্রতিশ্রুতি ইসলাম উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে টিলার মাটি না কাটার অঙ্গীকার করানো হয়। ম্যাজিস্ট্রেটের মন্তব্য মোহাম্মদ আসলাম সারোয়ার বলেন, “গণহারে টিলা কর্তন চলতে থাকলে বড়লেখা ও আশপাশের এলাকায় ভবিষ্যতে টিলা বা পাহাড় আর খুঁজে পাওয়া যাবে না। পরিবেশ রক্ষায় টিলা কর্তনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” SHARES সারা বাংলা বিষয়: