তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে টিলার মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর মৌজার বাসিন্দা ইসলাম উদ্দিন।
৫ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে টিলা কর্তনের ঘটনা অনুসন্ধান করেন পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রিয়াজুল ইসলাম। পরে মোবাইল কোর্ট পরিচালনা করেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বড়লেখা থানার পুলিশ সদস্যরা।
ইসলাম উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে টিলার মাটি না কাটার অঙ্গীকার করানো হয়।
মোহাম্মদ আসলাম সারোয়ার বলেন, “গণহারে টিলা কর্তন চলতে থাকলে বড়লেখা ও আশপাশের এলাকায় ভবিষ্যতে টিলা বা পাহাড় আর খুঁজে পাওয়া যাবে না। পরিবেশ রক্ষায় টিলা কর্তনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত