
স্টাফ রিপোর্টার: খোন্দকার মেজবাউল ইসলাম
বিশ্বমানের স্টিল রিবার উৎপাদনকারী দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজন করেছে তাদের বাৎসরিক গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার-২০২৪’। এই অনুষ্ঠানের মূল পর্ব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের চ্যানেল পার্টনাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মূল আয়োজন ও সম্মাননা প্রদান
ইভেন্টে ১৮৫ জন চ্যানেল পার্টনারদের মধ্য থেকে তাদের ২০২৪ সালের পারফর্ম্যান্সের ভিত্তিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
- সেরা ১০ মহারাজ:
মাহাবুবুর রহমান, মোঃ সিরাজুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ জাকারুল হক, মোঃ আশরাফ আলী, রাকিব আহমেদ চৌধুরী, সম্ভু দাস, মোঃ কামাল হোসেন, মোঃ আজিজুল হক ফয়সাল, মোঃ মিজানুর রহমান মিলন। - পরবর্তী সেরা ১০ মহাবীর:
মোঃ রাসেদুল ইসলাম, মোঃ মুজতাবা হাশেমী, ধর্মেন্দ্র ঘোষ ডলার, মোঃ শফিক উল্লাহ, মোঃ আমিনুর রহমান ইমরোজ, হাজী আব্দুল ছাত্তার ভূঁইয়া, আবুল হোসেন মোল্লা ও আব্দুর রউফ মোল্লা, হাজী মোঃ রফিকুল আলম, আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন, মোহাম্মদ রাসেল উদ্দীন।
এছাড়াও বিভাগীয় পর্যায়ে ১৮ জন চ্যানেল পার্টনারকে ‘বীরপ্রতাপ’ উপাধিতে সম্মানিত করা হয়।
অন্যন্য সম্মাননা ও কার্যক্রম
- চ্যানেল পার্টনারদের সন্তানদের জন্য: জিপিএ-৫ প্রাপ্তদের বিশেষ সম্মাননা।
- মায়েদের জন্য: “কৃতি মা” সম্মাননা।
অনুষ্ঠানের প্রথম দিন
প্রথম দিন ছিল পারিবারিক আয়োজন ‘জিপিএইচ ফ্যামিলি নাইট ২০২৪’। এতে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন গেম শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
উদ্দেশ্য ও ভবিষ্যৎ লক্ষ্য
জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমাস শিমুল বলেন,
“চ্যানেল পার্টনারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা এবং তাদের অবদানের স্বীকৃতি দেওয়া আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন উদ্যোগের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই।”
‘জিপিএইচ মহারাজ দরবার’ একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ যা চ্যানেল পার্টনারদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।