বিশ্বমানের স্টিল রিবার উৎপাদনকারী দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড আয়োজন করেছে তাদের বাৎসরিক গ্র্যান্ড ইভেন্ট ‘জিপিএইচ মহারাজ দরবার-২০২৪’। এই অনুষ্ঠানের মূল পর্ব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের চ্যানেল পার্টনাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইভেন্টে ১৮৫ জন চ্যানেল পার্টনারদের মধ্য থেকে তাদের ২০২৪ সালের পারফর্ম্যান্সের ভিত্তিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও বিভাগীয় পর্যায়ে ১৮ জন চ্যানেল পার্টনারকে ‘বীরপ্রতাপ’ উপাধিতে সম্মানিত করা হয়।
প্রথম দিন ছিল পারিবারিক আয়োজন ‘জিপিএইচ ফ্যামিলি নাইট ২০২৪’। এতে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন গেম শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমাস শিমুল বলেন,
“চ্যানেল পার্টনারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা এবং তাদের অবদানের স্বীকৃতি দেওয়া আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন উদ্যোগের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই।”
‘জিপিএইচ মহারাজ দরবার’ একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ যা চ্যানেল পার্টনারদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত