মৌলভীবাজারে বিজিবি’র অভিযানে ভারতীয় নাগরিক আটক দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫ তিমির বনিক মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে বিজিবি’র অভিযানে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নাম্বার গ্রামের গয়েস মিয়ার ছেলে মো. রাহুল উদ্দিন। অভিযান ও আটক: পূর্বে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে, সোমবার (২৭ জানুয়ারি) সকালে ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে রাজু আহমেদের বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে চোরাচালান এবং মানব পাচারের সাথেও জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃতের কর্মকাণ্ড: বিজিবি’র সূত্র মতে, রাহুল উদ্দিন সীমান্তে অবৈধভাবে প্রবেশ এবং চোরাচালান কার্যক্রমে অংশগ্রহণ করছিলেন। তিনি একাধিকবার মানব পাচারের কাজে সহযোগিতা করেছিলেন। অভিযানকালে বাড়ির মালিক রাজু আহমেদ পালিয়ে যান। বিজিবি’র প্রতিক্রিয়া: বিজিবি’র ব্যাটালিয়ন ৫২ (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান পিপিএম জানান, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। SHARES আইনশৃঙ্খলা বিষয়: