তিমির বনিক মৌলভীবাজার :
মৌলভীবাজারের জুড়ীতে বিজিবি'র অভিযানে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নাম্বার গ্রামের গয়েস মিয়ার ছেলে মো. রাহুল উদ্দিন।
অভিযান ও আটক:
পূর্বে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে, সোমবার (২৭ জানুয়ারি) সকালে ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে রাজু আহমেদের বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে চোরাচালান এবং মানব পাচারের সাথেও জড়িত ছিলেন।
গ্রেপ্তারকৃতের কর্মকাণ্ড:
বিজিবি'র সূত্র মতে, রাহুল উদ্দিন সীমান্তে অবৈধভাবে প্রবেশ এবং চোরাচালান কার্যক্রমে অংশগ্রহণ করছিলেন। তিনি একাধিকবার মানব পাচারের কাজে সহযোগিতা করেছিলেন। অভিযানকালে বাড়ির মালিক রাজু আহমেদ পালিয়ে যান।
বিজিবি'র প্রতিক্রিয়া:
বিজিবি'র ব্যাটালিয়ন ৫২ (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান পিপিএম জানান, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত