ঢাকা, ৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

খুলনায় স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিক রাকিবের ওপর হামলা ও লুটপাট, ভিডিও করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ


প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

খুলনা প্রতিনিধি:

খুলনার রূপসা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এশিয়ান টিভির সাংবাদিক মোঃ রাকিবের ওপর স্ত্রী ও শিশু সন্তানদের সামনে পরিকল্পিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক রাকিব তার ব্যক্তিগত গাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই এলাকায় পৌঁছালে ১৫-২০ জনের একটি যুবক দল তার গতিরোধ করে। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে কিছু অভিযোগ তুলে শারীরিকভাবে লাঞ্ছিত করে। একপর্যায়ে তার কাছে থাকা মোবাইল, টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এ সময় হামলাকারীরা তাকে জোরপূর্বক কিছু কথা মুখস্থ করিয়ে ভিডিও ধারণ করে স্বীকারোক্তি আদায়েরও চেষ্টা করে।

প্রথমে হামলাকারীরা নারী উত্ত্যক্তের অভিযোগ তোলে। কিন্তু সাংবাদিক রাকিবকে স্থানীয় থানায় নেওয়ার পর অভিযোগকারীরা কোনো প্রমাণ বা ভুক্তভোগী নারী হাজির করতে পারেনি। পরে তারা বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করে।

সাংবাদিক রাকিব বলেন, “আমাকে পরিকল্পিতভাবে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে, আমি তাদের কথামতো চলতে বাধ্য হই। পরবর্তীতে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।”

খুলনা সাংবাদিক ক্লাবের সভাপতি ও মাইটিভির খুলনা ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিক বলেন, “এই ধরনের হামলা এবং প্রকাশ্যে একজন সংবাদকর্মীকে হেনস্তা করার ঘটনা খুবই উদ্বেগজনক। দেশে আইন ও বিচার ব্যবস্থার বাইরে গিয়ে কাউকে এভাবে শাস্তি দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। প্রশাসনের উচিত এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া।”

সাংবাদিক সমাজ ও সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছে।