খুলনা প্রতিনিধি:
খুলনার রূপসা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এশিয়ান টিভির সাংবাদিক মোঃ রাকিবের ওপর স্ত্রী ও শিশু সন্তানদের সামনে পরিকল্পিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক রাকিব তার ব্যক্তিগত গাড়িতে স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই এলাকায় পৌঁছালে ১৫-২০ জনের একটি যুবক দল তার গতিরোধ করে। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে কিছু অভিযোগ তুলে শারীরিকভাবে লাঞ্ছিত করে। একপর্যায়ে তার কাছে থাকা মোবাইল, টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এ সময় হামলাকারীরা তাকে জোরপূর্বক কিছু কথা মুখস্থ করিয়ে ভিডিও ধারণ করে স্বীকারোক্তি আদায়েরও চেষ্টা করে।
প্রথমে হামলাকারীরা নারী উত্ত্যক্তের অভিযোগ তোলে। কিন্তু সাংবাদিক রাকিবকে স্থানীয় থানায় নেওয়ার পর অভিযোগকারীরা কোনো প্রমাণ বা ভুক্তভোগী নারী হাজির করতে পারেনি। পরে তারা বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করে।
সাংবাদিক রাকিব বলেন, “আমাকে পরিকল্পিতভাবে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে, আমি তাদের কথামতো চলতে বাধ্য হই। পরবর্তীতে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।”
খুলনা সাংবাদিক ক্লাবের সভাপতি ও মাইটিভির খুলনা ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিক বলেন, “এই ধরনের হামলা এবং প্রকাশ্যে একজন সংবাদকর্মীকে হেনস্তা করার ঘটনা খুবই উদ্বেগজনক। দেশে আইন ও বিচার ব্যবস্থার বাইরে গিয়ে কাউকে এভাবে শাস্তি দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। প্রশাসনের উচিত এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া।”
সাংবাদিক সমাজ ও সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত