নাটোর চিনিকলে নিরাপত্তাকর্মীদের বেঁধে ডাকাতি দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫ হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধিঃ নাটোর চিনিকলে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে রাত ভর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চিনিকলের ভিতরে থাকা বিয়ারিং, তামার জাতীয় দ্রব্যাদি, ওয়ার্কশপ মিলহাউজসহ বিভিন্ন অফিসের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। শনিবার (২ আগস্ট) হুগোলবাড়িয়া এলাকায় চিনিকলে রাত দেড়টা হতে ভোর সাড়ে ৪টা পর্যন্ত এই ঘটনা ঘটে। তবে কি পরিমানে মালামাল লুট হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে মালামাল ডাকাতি করে নিয়ে যায়। তবে কি পরিমাণে মালামাল ডাকাতি হয়েছে তা তদন্ত চলছে। তদন্তের পর সঠিক হিসাব দিতে পারবো বলে তিনি জানান। নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। প্রযুক্তিগত কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পূক্তা রয়েছে কি না। এই দুইটি বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি। প্রকৃত এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা দ্রুত আমরা বের করতে সক্ষম হবো। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নিয়েছি। পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানাবো। SHARES সারাদেশ বিষয়: