হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধিঃ
নাটোর চিনিকলে নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে রাত ভর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চিনিকলের ভিতরে থাকা বিয়ারিং, তামার জাতীয় দ্রব্যাদি, ওয়ার্কশপ মিলহাউজসহ বিভিন্ন অফিসের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।
শনিবার (২ আগস্ট) হুগোলবাড়িয়া এলাকায় চিনিকলে রাত দেড়টা হতে ভোর সাড়ে ৪টা পর্যন্ত এই ঘটনা ঘটে। তবে কি পরিমানে মালামাল লুট হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে মালামাল ডাকাতি করে নিয়ে যায়। তবে কি পরিমাণে মালামাল ডাকাতি হয়েছে তা তদন্ত চলছে। তদন্তের পর সঠিক হিসাব দিতে পারবো বলে তিনি জানান।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। প্রযুক্তিগত কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পূক্তা রয়েছে কি না। এই দুইটি বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি।
প্রকৃত এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা দ্রুত আমরা বের করতে সক্ষম হবো। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নিয়েছি। পরবর্তীতে আপনাদের বিস্তারিত জানাবো।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত