ঢাকা, ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাইলস্টোন ট্রাজেডি: চিরনিদ্রায় শায়িত টাঙ্গাইলে দুই শিক্ষার্থী


প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫

জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর জানাজা টাঙ্গাইলে নিজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯ টায় মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদরাসায় তানভীর আহমেদের (১৪) এবং সখীপুর উপজেলায় হ‌তেয়া কেরা‌নিপাড়া গাব‌লের বাজার মা‌ঠে হুমাইরার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শে‌ষে তাদের স্থানীয় ও পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজা‌রো মানুষ অংশ নেয়।

এর আগে সোমবার রাতে মরদেহগুলো অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইলের নিজ-নিজ বাড়িতে আনা হয়৷ নিহতের মরদেহ নিজ বাড়িতে এলে স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে ওঠে।

সরেজমিনে দেখা যায়, নিহতের বাবা-মা বিলাপ করে যাচ্ছেন। আশপাশের লোকজন এসে ভিড় করছেন।

নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রামের রুবেল মিয়ার ছেলে তানভীর আহমেদ (১৪)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

অপরজন, সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে মেহেনাজ আক্তার হুমাইরা (৮)। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।

এ সময় নিহতের পরিবারের সদস্যরা বলেন, স্কুল এরিয়াতে প্রশিক্ষণ বিমান কেন থাকবে? আমরা এ ঘটনায় বিচারের দাবি করছি।