জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর জানাজা টাঙ্গাইলে নিজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯ টায় মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদরাসায় তানভীর আহমেদের (১৪) এবং সখীপুর উপজেলায় হতেয়া কেরানিপাড়া গাবলের বাজার মাঠে হুমাইরার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাদের স্থানীয় ও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেয়।
এর আগে সোমবার রাতে মরদেহগুলো অ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইলের নিজ-নিজ বাড়িতে আনা হয়৷ নিহতের মরদেহ নিজ বাড়িতে এলে স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে ওঠে।
সরেজমিনে দেখা যায়, নিহতের বাবা-মা বিলাপ করে যাচ্ছেন। আশপাশের লোকজন এসে ভিড় করছেন।
নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রামের রুবেল মিয়ার ছেলে তানভীর আহমেদ (১৪)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
অপরজন, সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে মেহেনাজ আক্তার হুমাইরা (৮)। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
এ সময় নিহতের পরিবারের সদস্যরা বলেন, স্কুল এরিয়াতে প্রশিক্ষণ বিমান কেন থাকবে? আমরা এ ঘটনায় বিচারের দাবি করছি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত