কালাই থানার ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৫

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নেতৃত্বে কালাই থানার একটি ডাকাতি মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি মো. আবু হায়াত খা (পিতা-আজিজার রহমান @ পুখরা খা), সাং-আলমপুর খাপাড়া, থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট। তার বিরুদ্ধে কালাই থানায় ডাকাতি মামলা নং-১৭, তারিখ ২৬/১০/২০২৪, ধারা ৩৯৫/৩৯৭ অনুযায়ী মামলা রুজু ছিল।

জয়পুরহাট ডিবি পুলিশের তৎপর অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে সোপর্দ করলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পুলিশ জানিয়েছে, এই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জয়পুরহাট জেলা পুলিশ এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে।