কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জয়পুরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নেতৃত্বে কালাই থানার একটি ডাকাতি মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি মো. আবু হায়াত খা (পিতা-আজিজার রহমান @ পুখরা খা), সাং-আলমপুর খাপাড়া, থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট। তার বিরুদ্ধে কালাই থানায় ডাকাতি মামলা নং-১৭, তারিখ ২৬/১০/২০২৪, ধারা ৩৯৫/৩৯৭ অনুযায়ী মামলা রুজু ছিল।
জয়পুরহাট ডিবি পুলিশের তৎপর অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে সোপর্দ করলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পুলিশ জানিয়েছে, এই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জয়পুরহাট জেলা পুলিশ এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত