রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

ক্রাইম রিপোর্টার: মোঃ রাজীব খাঁন

রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা চত্বরে “মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ” শ্লোগানে এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটির মোহনপুর উপজেলা শাখার নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার সভাপতি মো. ইলিয়াস আলী। তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্য

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা শাখার সভাপতি জুবাইর রহমান রাকিব। তিনি বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে। আমাদের আদর্শিক সংগ্রাম অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথির অংশগ্রহণ

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • হাসান আলী বিপুল, সাবেক সভাপতি, রাজশাহী জেলা শাখা
  • আলমগীর হোসাইন, সাবেক সেক্রেটারি
  • মমিনুল ইসলাম, অফিস সম্পাদক
  • আব্দুল্লাহ হিল কাফি, এইচআরডি সম্পাদক

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহনপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আমিনুল এহসান ফিরোজ।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানটি মোহনপুর উপজেলা শাখার বর্তমান ও সাবেক নেতাকর্মীদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আলোচনা সভার শেষে সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে অঙ্গীকার ব্যক্ত করা হয়।