ক্রাইম রিপোর্টার: মোঃ রাজীব খাঁন
রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা চত্বরে “মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ” শ্লোগানে এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটির মোহনপুর উপজেলা শাখার নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার সভাপতি মো. ইলিয়াস আলী। তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা শাখার সভাপতি জুবাইর রহমান রাকিব। তিনি বলেন, "বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে। আমাদের আদর্শিক সংগ্রাম অব্যাহত থাকবে।"
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহনপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আমিনুল এহসান ফিরোজ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানটি মোহনপুর উপজেলা শাখার বর্তমান ও সাবেক নেতাকর্মীদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে। আলোচনা সভার শেষে সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত