ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান কাওসার ভূঁইয়া কারাগারে দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫ শরিফুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওসার ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন কাওসার ভূঁইয়া। তবে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কাওসার ভূঁইয়ার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি মামলা করেছে ভাঙ্গা উপজেলা ছাত্রদল, যেখানে তাকে ৩ নম্বর আসামি করা হয়েছে। আরেকটি মামলা করেছে ভাঙ্গা পৌর বিএনপি, যেখানে বিএনপি নেতাকর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগ আনা হয়েছে। এই মামলায়ও তিনি ৩ নম্বর আসামি। উভয় মামলায় প্রধান আসামি সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী। দীর্ঘদিন পলাতক থাকার পর কাওসার ভূঁইয়া আদালতে আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ পাহারায় তাঁকে ফরিদপুর জেলা কারাগারে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক নাজনীন খানম। SHARES সারা বাংলা বিষয়: