শরিফুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাওসার ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন কাওসার ভূঁইয়া। তবে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কাওসার ভূঁইয়ার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি মামলা করেছে ভাঙ্গা উপজেলা ছাত্রদল, যেখানে তাকে ৩ নম্বর আসামি করা হয়েছে। আরেকটি মামলা করেছে ভাঙ্গা পৌর বিএনপি, যেখানে বিএনপি নেতাকর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগ আনা হয়েছে। এই মামলায়ও তিনি ৩ নম্বর আসামি। উভয় মামলায় প্রধান আসামি সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী।
দীর্ঘদিন পলাতক থাকার পর কাওসার ভূঁইয়া আদালতে আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ পাহারায় তাঁকে ফরিদপুর জেলা কারাগারে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক নাজনীন খানম।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত