ফরিদপুরে আইপিএল জুয়ায় ছেলের ঋণ: মায়ের আত্মহত্যায় শোকের ছায়া দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫ শরিফুল ইসলাম, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ পালপাড়া গ্রামে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আইপিএল জুয়া খেলায় জড়িয়ে ছেলের বিপুল ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দিপালী রানী পাল (৫৫) বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনার বিবরণ সোমবার দিপালী রানী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছেলের জুয়ার অভ্যাস ও দেনার চাপ দিপালী রানীর ছেলে অনিল পাল আইপিএল জুয়ায় জড়িয়ে পড়ে প্রায় ২৭ লাখ টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের চাপে অনিল তার ব্যবসা বন্ধ করে বাড়ি ফেরেন। তবে পাওনাদাররা দিপালীর বাড়িতে এসে টাকা আদায়ের জন্য ক্রমাগত হুমকি দিতে থাকেন। এ চাপ সহ্য করতে না পেরে দিপালী রানী এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির বক্তব্য হামিরদী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর মোল্লা জানান,“অনিলের জুয়া এবং দেনার চাপে দিপালীর মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিই তাকে আত্মহত্যার পথে ঠেলে দেয়।” ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন,“মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” পরিবারে শোকের ছায়া স্থানীয়রা জানিয়েছেন, অনিলের জুয়া খেলার কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। দিপালীর এই আত্মহত্যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। SHARES সারা বাংলা বিষয়: