শরিফুল ইসলাম, ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ পালপাড়া গ্রামে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আইপিএল জুয়া খেলায় জড়িয়ে ছেলের বিপুল ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দিপালী রানী পাল (৫৫) বিষপানে আত্মহত্যা করেছেন।
সোমবার দিপালী রানী ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দিপালী রানীর ছেলে অনিল পাল আইপিএল জুয়ায় জড়িয়ে পড়ে প্রায় ২৭ লাখ টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের চাপে অনিল তার ব্যবসা বন্ধ করে বাড়ি ফেরেন। তবে পাওনাদাররা দিপালীর বাড়িতে এসে টাকা আদায়ের জন্য ক্রমাগত হুমকি দিতে থাকেন। এ চাপ সহ্য করতে না পেরে দিপালী রানী এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন।
হামিরদী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলমগীর মোল্লা জানান,“অনিলের জুয়া এবং দেনার চাপে দিপালীর মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিই তাকে আত্মহত্যার পথে ঠেলে দেয়।”
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন,“মৃতদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানিয়েছেন, অনিলের জুয়া খেলার কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। দিপালীর এই আত্মহত্যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত