মিরপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: সাংবাদিক আশিকের বাড়ি-গাড়ি ভাংচুর ও লুটপাট

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

মো: মামুন বিশ্বাস,মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। দুর্বৃত্তরা স্থানীয় সাংবাদিক আশিক আলীর মোবাইল ও মোটরসাইকেল ভাংচুরের পাশাপাশি নগদ টাকা লুটপাট করেছে। এমনকি তার বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে।

সংঘর্ষের সূচনাঃ

গতকাল (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের রামনগর ও বেশীনগর গ্রামের দুইটি ক্রিকেট দলের মধ্যে খেলা চলাকালীন সংঘর্ষ বাধে। স্থানীয় সূত্রে জানা যায়, খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

সাংবাদিকের উপর হামলাঃ

দৈনিক ভোরের চেতনার মিরপুর প্রতিনিধি আশিক আলী খেলার সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন। এ সময় একটি পক্ষ বিষয়টি বুঝতে পেরে তাকে আক্রমণ করে। হামলাকারীরা তার মোবাইল, মোটরসাইকেল ভাংচুর করে এবং মানিব্যাগ থেকে নগদ ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।

বাড়ি ভাংচুর ও লুটপাটঃ

সংঘর্ষের পরপরই একই গ্রামের মিজানুর, সেলিম, বাপ্পি, হায়দার ও আবু তালহাসহ ৩০-৪০ জনের একটি দল আশিক আলীর বাড়িতে হামলা চালায়। তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে এবং ব্যবহারিক জিনিসপত্র ভেঙে চুরমার করে দেয়।

সাংবাদিকের বক্তব্যঃ

সাংবাদিক আশিক আলী বলেন,“আমি পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছি। দুর্বৃত্তরা আমার বাড়িঘর লুটপাট করেছে। প্রশাসনের কাছে অনুরোধ, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক।”

পুলিশের বক্তব্যঃ

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান,“খেলাধুলা নিয়ে সংঘর্ষের বিষয়ে আমি শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”