মো: মামুন বিশ্বাস,মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। দুর্বৃত্তরা স্থানীয় সাংবাদিক আশিক আলীর মোবাইল ও মোটরসাইকেল ভাংচুরের পাশাপাশি নগদ টাকা লুটপাট করেছে। এমনকি তার বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের রামনগর ও বেশীনগর গ্রামের দুইটি ক্রিকেট দলের মধ্যে খেলা চলাকালীন সংঘর্ষ বাধে। স্থানীয় সূত্রে জানা যায়, খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
দৈনিক ভোরের চেতনার মিরপুর প্রতিনিধি আশিক আলী খেলার সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন। এ সময় একটি পক্ষ বিষয়টি বুঝতে পেরে তাকে আক্রমণ করে। হামলাকারীরা তার মোবাইল, মোটরসাইকেল ভাংচুর করে এবং মানিব্যাগ থেকে নগদ ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
সংঘর্ষের পরপরই একই গ্রামের মিজানুর, সেলিম, বাপ্পি, হায়দার ও আবু তালহাসহ ৩০-৪০ জনের একটি দল আশিক আলীর বাড়িতে হামলা চালায়। তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে এবং ব্যবহারিক জিনিসপত্র ভেঙে চুরমার করে দেয়।
সাংবাদিক আশিক আলী বলেন,“আমি পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছি। দুর্বৃত্তরা আমার বাড়িঘর লুটপাট করেছে। প্রশাসনের কাছে অনুরোধ, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক।”
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান,“খেলাধুলা নিয়ে সংঘর্ষের বিষয়ে আমি শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত