মীরসরাইয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন দৈনিক চৌকস দৈনিক চৌকস প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ এস এম জাকারিয়া, মীরসরাই চট্টগ্রাম :চট্টগ্রামের মীরসরাইয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জানুয়ারি, ২০২৫ শনিবার সকাল ১১ টায় মীরসরাই প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন *মিঠাছড়া ফাজিল মাদ্রাসার সহ অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নিজামুল হক সাদেকী। প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন এর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে সকালে প্রেসক্লাবের সদস্যরা মুহাম্মদ নিজাম উদ্দিন এর কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের পর সদস্যরা তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করেন। মুহাম্মদ নিজাম উদ্দিন ১৯৬১ সালে মীরসরাই পৌরসভাস্থ নাজিরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মফস্বল সাংবাদিকতা এর এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ২০২৩ সালের আজকের দিনে ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে চলে যান। তার কর্মজীবন ছিল সুদীর্ঘ এবং বর্ণাঢ্য, যেখানে তিনি মীরসরাই ও চট্টগ্রামের সাংবাদিক সমাজে অসামান্য অবদান রেখে গেছেন। ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে তার পরিবার, শুভানুধ্যায়ী এবং সহকর্মী সাংবাদিকরা। তিনি ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক, যিনি মফস্বল সাংবাদিকতার প্রতি গভীর ভালোবাসা ও নিষ্ঠা প্রদর্শন করেছেন। তাঁর অবদান কখনো ভোলা যাবে না, এবং তিনি সবসময় সাংবাদিক সমাজে প্রেরণা হয়ে থাকবেন। SHARES ছবিঘর বিষয়: