এস এম জাকারিয়া, মীরসরাই চট্টগ্রাম :চট্টগ্রামের মীরসরাইয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ জানুয়ারি, ২০২৫ শনিবার সকাল ১১ টায় মীরসরাই প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন *মিঠাছড়া ফাজিল মাদ্রাসার সহ অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নিজামুল হক সাদেকী।
প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন এর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
এর আগে সকালে প্রেসক্লাবের সদস্যরা মুহাম্মদ নিজাম উদ্দিন এর কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের পর সদস্যরা তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া করেন।
মুহাম্মদ নিজাম উদ্দিন ১৯৬১ সালে মীরসরাই পৌরসভাস্থ নাজিরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মফস্বল সাংবাদিকতা এর এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ২০২৩ সালের আজকের দিনে ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরপারে চলে যান। তার কর্মজীবন ছিল সুদীর্ঘ এবং বর্ণাঢ্য, যেখানে তিনি মীরসরাই ও চট্টগ্রামের সাংবাদিক সমাজে অসামান্য অবদান রেখে গেছেন।
২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিন কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে তার পরিবার, শুভানুধ্যায়ী এবং সহকর্মী সাংবাদিকরা।
তিনি ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক, যিনি মফস্বল সাংবাদিকতার প্রতি গভীর ভালোবাসা ও নিষ্ঠা প্রদর্শন করেছেন। তাঁর অবদান কখনো ভোলা যাবে না, এবং তিনি সবসময় সাংবাদিক সমাজে প্রেরণা হয়ে থাকবেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম নজরুল ইসলাম, সহ- সম্পাদকঃ জাহিদ হোসেন (সজল)
চৌকস মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক চৌকস ভবন চরকালিগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা থেকে প্রকাশিত এবং আল আমিন প্রিন্টার্স এন্ড প্যাকেজ লিঃ ১৪৩/বি চৌধুরীপাড়া ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরীফ ম্যানশন (৪র্থ তলা) মতিঝিল বা/এ,ঢাকা-১০০
মোবাইলঃ +৮৮০১৭১৬-১২৭৮১১, +৮৮০১৯৩৩-৯৪৮৫৬৭
ই-মেইলঃ dainikchoukos@gmail.com, choukasinfo@gmail.com
ওয়েবসাইটঃ www.dainikchoukos.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত