মোঃ মেহেদী হাসান সুমন
শনিবার ১৮ অক্টোবর ২০২৫ ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয় ভোলা সদর কোর্ট অফিস বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন। এ সময় তিনি সদর কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান—শেরেস্তা, মালখানা, হাজতখানা ইত্যাদি নিবিড়ভাবে পরিদর্শন করেন এবং দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময়ে সদর কোর্ট পুলিশ পরিদর্শক সহ ভোলা সদর কোর্টে কর্মরত অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।