স্থানীয় চাঁদাবাজ ও কিশোর গ্যাং রাকিব ও তার বাহিনীর হামলার শিকার ক্ষুদ্র টুপি আতর ব্যবসায়ী আকরাম।

মোঃ হাবিবুর রহমান খান
শুরুতেই নারায়ণগঞ্জ সদর এলাকার ডিআইটি মসজিদ মার্কেট থেকে আসা এক চাঞ্চল্যকর খবর। স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের হামলায় অতিষ্ঠ হয়ে উঠেছেন এক ক্ষুদ্র ব্যবসায়ী। প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ডিআইটি পুরাতন জিমখানা এলাকার কুখ্যাত সন্ত্রাসী রাকিব ও তার বাহিনীর বিরুদ্ধে।
অভিযোগকারী ক্ষুদ্র ব্যবসায়ী আকরাম হোসেন, যিনি ডিআইটি মসজিদ মার্কেটে আকরাম টুপি হাউজ নামে টুপি, আতর ও জায়নামাজের ব্যবসা করেন। তিনি জানান, গত ৬ই অক্টোবর রাত আনুমানিক সাড়ে আটটায় ডিআইটির রাকিব, আরও চার-পাঁচজন সঙ্গী নিয়ে তার দোকানে দেশীয় অস্ত্র হাতে চড়াও হয়।
আকরাম হোসেনের দাবি, সন্ত্রাসী রাকিব তার কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জীবনের নিরাপত্তার কথা ভেবে সেদিনের মতো বাধা দিতে পারেননি তিনি। এই সুযোগে সন্ত্রাসী রাকিব ক্যাশ বাক্স থেকে নগদ বারো হাজার ছয়শো টাকা লুট করে নেয়। বাকি টাকা পরে দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে তারা স্থান ত্যাগ করে।
তবে এখানেই শেষ নয়। পরের দিন রাকিব ও তার গ্যাং আবার দোকানে এসে আরও মারমুখী আচরণ শুরু করলে ব্যবসায়ী আকরাম চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে ডিআইটি মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা এগিয়ে আসেন। মুসল্লিদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী রাকিব ও তার কিশোর গ্যাংয়ের সদস্যরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময়ও আকরামকে হত্যার হুমকি দিয়ে যায় তারা।
এই ঘটনায় ডিআইটি মসজিদ মার্কেট এর ব্যবসায়ী আকরাম হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আকরাম হোসেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এবং সদর মডেলিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জরুরি ভিত্তিতে এই সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
স্থানীয় এই ক্ষুদ্র ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ ব্যবসায়ীরাও তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমরা আশা করছি, পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে এই সন্ত্রাসীদের আইনের আওতায় আনবে।