টাঙ্গাইলে বৈষম্য-বিরোধী আন্দোলনের মামলায় এক যুবক গ্রেপ্তার

News News

Admin

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫
জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলার আসামি মিঠুন মিয়া (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে মিঠুনকে কালিহাতী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে টাঙ্গাইল র‌্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন জানান, ২০২৪ সালের (৪ আগস্ট) বেলা ১১ টায় টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে দিয়ে বৈষম্য-বিরোধী ছাত্র-জনতার গণমিছিল যাচ্ছিল।
এই মিছিলে পিস্তল, শর্টগান এবং দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালানো হয়।
এই হামলায় আহত লাল মিয়া (৩০) বাদী হয়ে ওই বছরের (৩১ আগস্ট) টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।
মিঠুন এই মামলার ১৭০নং আসামি।
গ্রেপ্তারকৃত মিঠুন কালিহাতী উপজেলা সদরের সাতুটিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
এ মামলা ছাড়াও তার বিরুদ্ধে মারধর, হামলাসহ চারটি মামলা রয়েছে।
আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মিঠুন কে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।