আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে বাড়ির ম্যানেজার নিহত ১, আহত ৫

News News

Admin

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫
আলতাব হোসেন, স্টাফ রিপোর্টার
 
ঢাকার সাভারের আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণের ঘটনায় এক বাড়ির ম্যানেজার নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন।
 
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকার রহমতুল্লাহর টিনশেড বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রাব্বানী (৫০) ওই বাড়ির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা। আহতরা হলেন— মো. রোহান (৭), ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও সোনিয়া আক্তার (৩৫)। তারা সবাই একই বাড়িতে বসবাস করতেন।
 
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কাওসার আলী জানান, রাত ৩টার দিকে টিনশেড বাড়িটির সেফটি ট্যাংকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। ঘটনাস্থলেই বাড়ির ম্যানেজার রাব্বানী নিহত হন এবং আহত পাঁচজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।
 
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
 
স্থানীয়রা জানান, আশুলিয়ায় অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ ও স্যানিটেশন ব্যবস্থা অব্যবস্থাপনার কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্টদের অবহেলার ফলেই এমন মর্মান্তিক দুর্ঘটনা বাড়ছে বলে অভিযোগ তাদের।