কয়রায় ফ্রিজে থাকা ৪৪ কেজি হরিণের মাংসহ আটক ১

News News

Admin

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫

 কয়রা খুলনা প্রতিনিধি

খুলনার কয়রায় ফ্রিজে থাকা ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কয়রা সদরের ৬ নং কয়রা এলাকার মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।

আজ শুক্রবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার ৬ নং কয়রা গ্রামে অভিযান চালিয়ে সেলিম হাওলাদারের বাড়ির ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংসসহ তাকে আটক করেছে যৌথ বাহিনী।

উদ্ধারকৃত হরিণের মাংস এবং অভিযুক্ত সেলিম হাওলাদারকে কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, ফ্রিজে থাকা ৪৪ কেজি মাংসসহ সেলিম হাওলাদার নামক একজনকে আটক করা হয়েছে। বন আইনে মামলা হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সুন্দরবন থেকে শিকার করে বিক্রয়ের জন্য ফ্রিজে মাংস রাখা হয়েছিল।