গোদাগাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালন

News News

Admin

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

রাজশাহী জেলা প্রতিনিধি :মোঃ আতিকুর রহমান৷

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়েছে।
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কন্যা শিশুদের অংশগ্রহণে মেধাবী কন্যা শিশুদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনমুন সুলতানা, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মমিনুল হক প্রমুখ।
বক্তারা কন্যা শিশুর সুরক্ষা নিশ্চিত করা, অধিকার প্রতিষ্ঠা এবং তাদের প্রতি সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানান।