
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযানে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৭০০ গ্রাম গাঁজা।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২ অক্টোবর ২০২৫ তারিখে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট ৫টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১টি নিয়মিত মামলা এবং ৪টি মোবাইল কোর্টের মামলা।
অভিযানে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন সুলীনা এলাকায় অভিযান চালিয়ে রাসেল (৩২) নামে এক ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের জন্য কোতয়ালী থানায় রাত্রীকালীন নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
অপরদিকে, ভাঙ্গা থানার সুয়াদী এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ৬০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পরবর্তীতে দণ্ডিত আসামীদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।