ফরিদপুরে শিক্ষক সমাবেশ সফল করতে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫

ফরিদপুর প্রতিনিধিঃ

৭ অক্টোবর শিক্ষক সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর বিভাগের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জহুরুল ইসলাম পলাশ, সভাপতি কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আজিজুল হক রাজা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ লোকমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, শিক্ষক কর্মচারী ঐক্য জোট ফরিদপুর জেলা শাখা, তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সচিব, কর্মচারী ঐক্য ফেডারেশন কেন্দ্রীয় কমিটি,আনিসুর রহমান, সাধারণ সম্পাদক, শিক্ষক কর্মচারী ঐক্য জোট সুনামগঞ্জ জেলা শাখা।

এছাড়া কর্মচারী নেতা তরুণ মল্লো, আক্কাস আলী, তানিয়া সুলতানা, আজিজুল প্রমুখও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসহাক মোল্লা।