
জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে ৯৮ সংমিশ্রিত ব্রিগেড কমান্ডারের দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
আজ বুধবার (১ অক্টোবর) বিএ-৫৬৯১ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুর রহমান এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার ৯৮ সংমিশ্রিত ব্রিগেড মহোদয় টাঙ্গাইল জেলার সদর উপজেলাধীন শ্রী শ্রী কালিবাড়ী টাঙ্গাইলে শারদীয় দূর্গা পূজা মন্ড পরিদর্শন কছেছেন।
এ সময় পরিদর্শন কালীন সময়ে লেঃ কর্নেল নাসের উদ্দীন খান পিএসসি, অধিনায়ক ২৪ ই বেঙ্গল, পুলিশ সুপার টাংগাইল মোঃ মিজানুর রহমান, এ্যাডিশনাল পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম, টাঙ্গাইল
জেলা পূজা উদযাপন কমিটি আহবায়ক অমল ব্যানার্জী, পূজা উদযাপন কমিটি সদর উপজেলার
আহবায়ক শ্রী স্বপন পাল, হিন্দু- বোদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ট্রাস্টি শ্যামল হোর, শ্রী শ্রী বড় কালি বাড়ীর সভাপতি শ্রী স্বপন ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।