রাজশাহী পুঠিয়ার কান্তার বিলে অবৈধ জাল বিরোধী অভিযান

News News

Admin

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার: মোঃ রাজিব খাঁন

রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্তার বিলে আজ অবৈধ জাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানকালে ৮০টি চায়না দুয়ারী জাল, ৩টি সুতি জাল, প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা জানান, অবৈধ এসব জাল ব্যবহারের কারণে মৎস্যসম্পদ ধ্বংস হচ্ছে এবং প্রজনন মৌসুমে মা মাছসহ পোনা মাছ নির্বিচারে নিধন হচ্ছে। তাই অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মাছ ব্যবসায়ী ও জেলেরা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।