গোদাগাড়ীতে হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

News News

Admin

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

রাজশাহী জেলা প্রতিনিধি :মো:আতিকুর রহমান

শনিবার(২৭ সেপ্টেম্বর) ১৫.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী থানার মাদারপুর ওবায়দুল্লার মোড় জনৈক ইসরাফিল মিয়ার বাড়ীর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ মুকুল (৫০), ও সিএন্ডবি তালতলা গ্রামের মোঃ আলাউদ্দীনের মোঃ টিটু (২২)।বিস্তারিত_র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ২৭শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ ১৫.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর ওবায়দুল্লার মোড় জনৈক ইসরাফিল মিয়ার বাড়ীর পাশে পাকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে আসামি ১। মোঃ মুকুল (৫০), পিতা-মৃত লুৎফর রহমান, সাং-মাদারপুর, সহযোগী আসামী ২। মোঃ টিটু (২২), পিতা-মোঃ আলাউদ্দীন, সাং-তালতলা, উভয় থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে হেরোইন-৫০ গ্রাম, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোবাইল- ২টি, সিম-০৩ টি, নগদ টাকা-১২০০/-, সহ গ্রেফতার করে। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন উক্ত ঘটনাস্থল সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে বলে স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিন্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উক্ত এলাকায় অবস্থান করে মর্মে স্বীকার করে।

উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক মামলা রজু করা হয়েছে।