রাজশাহী পবায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ নিহত ১,

News News

Admin

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫

ক্রাইম রিপোর্টার : মোঃ রাজীব খাঁন

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ০১ জন নিহত হয়েছেন এবং ০৫ জন আহত হয়েছে। শনিবার বিকেল ৫টায় নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহী গামী বাস রাজশাহী পল্লী বিদ্যূৎ অফিসের সামনে আসলে অপর দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পূর্ব পাশে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়।
পরে ফায়ার সার্ভিস এবং পবা থানা পুলিশ আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। মেডিকেলে পৌছাঁলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করেন । মৃত ব্যাক্তি নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুমবাগ থানা এলাকার কাজল আলী (৩৫)। আহতদের ভিতরে রয়েছেন উশা (৩৫), শিউলি (২৬), তুষার (১০), রুমানা (১৪) তারা সকলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়াও বাসের ড্রাইভার পাবনা জেলার ঈশ্বরদী থানার মুলাডলা এলাকার জমিরুল ইসলাম গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
নওহাটা ফায়ার সার্ভিসের ইন্সেসপেক্টর নিরঞ্জন সরকার বলেন, ‘ঘটনার সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়। আহতদের ভিতরে ৩ জনকে আমাদের গাড়িতে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
পুলিশের বক্তব্য জানার জন্য পবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের ব্যবহৃত সরকারি নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।